তবুও পুড়ে পুড়ে বাঁচা,,,(৯/১১/১৯)


পান্না আকন্দ


খসে পড়া শুকনো ডালের মৃত্যু
প্রেমের আলিঙ্গনে ছুঁয়েছে মৃত্তিকা।
রাত ভোর হতে হতে
বদলায় দৃশ্যপট বাহুমূলে কতোবার,
আজো অপবিত্র স্থান শুচি হয়েছে
ঝড়ে ঝড়ে হলুদ রঙের পাতা।
পালক ভাঙতে ভাঙতে আবারও বসলো পাখি
শেখড় বিহীন কোনো এক মগ ডালে,
ভাঙলো পাখির মন,গুটিয়ে নিলো আস্বাদন
তবুও পুড়া মন পাখি দুঃখ খোঁজে বার বার
খোঁজে খোঁজে মাথা গুঁজে রসহীন পুয়ালে
রাত ভোর হতে হতে
বদলায় দৃশ্যপট বাহুমূলে কতোবার!
তবুও নীড়পাতায় চোখ খোলে বাঁচতে চায়
দুঃখ বহন করার নেশায়।
ডানা ঝাপটায় পুড়া মন পাখি
ভালোবাসায় বাঁচার আশায়।।