সন্তানের মাথার ছায়া
    বট বৃক্ষের মত যাহার মন
সুন্দর ভবিষ্যত গড়ে দিতে
    অসীম সংগ্রামে স্নেহপ্রবণ
সে ই তো অতি আপনজন।


শত কষ্টেও নিজেকে বিলিয়ে
     আনন্দ পান যিনি
আর কেউ নন-মোর শ্রদ্ধাভাজন
     আমার জন্মদাতা বাবা তিনি।


ছোট্ট বেলায় মোর গালে
     চুমু খেতেন তিনি
আমিও চুমু খেতাম
   কিন্তু এখন লজ্জায় পারিনি।


বিশ্ব বাবা দিবসে ই দেখায় সম্মান
    আছে এমন অনেক সন্তান
নিজে অট্রালিকায় থেকে
     বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠান।


বাবা মায়ের ত‍্যাগের কথা
   কবিতায় শেষ হবেনা কবু
যদিও রাগ করেন বৃদ্ধ বাবা মা
   নিজে কখনো রাগ করো না তবু।