আর কত কাল তোর অনলে পোড়াবি এ মোরে তুই
ততোবারই পুড়ি যত বার তোরে আলতো করে ছুই
এ কোন অনল তোর পরশেই দেহ পুড়ে হল ছাই
আজো তবু তোর চিত্ত গৃহে হল না যে মোর ঠাই ।।


শত বার পুড়ে দেখিব খুড়ে তব ও চিত্তে বসত কার
তোমাতে দিয়েছি সব ছিল যাহা মোর বন্ধ তব ও দ্বার
নাহি কিছু আর দেব যাহা তোরে আমি যে রিক্ত আজ
আছে বাকি মোর দিবসের শেষে দেব তোরে সাঝ ।।


আযো তার ডালে তারা দের মেলা শশীর কিরণ মেখে
রেগে মেগে লাল লুকিয়ে রেখেছে আপন গর্ভে ঢেকে
বলনা তোরে দেব কি রে আর নাহি কিছু অবশিষ্ট
খুলে দে রে দ্বার তরাতে তরি আমি যে ভবে নিকৃষ্ট ।।


মম তিলে তিলে গড়া সপ্নতে ভরা সোনার তরি খানি
তরাতে এ তরি হারিয়েছি সব জোয়ারে নিয়েছে টানি
নহে তবু মোর ক্ষান্ত হৃদয় আবার ভিড়িব পাড়ে
নাহি যদি পাই ধরে দেব টান তব ও গর্ভ নাড়ে ।।


চুষে বারি সব করে দেব শেষ হাটু জলে হবে বাস
আমি হব চাষী সরিষার ফুলে ভরাব সকল পাশ
পূবালী বাতাস আইলের ঘাসে কমর হেলিয়া নিচে
নয়ন মুদিব করে পান অমৃত সুধা মাখা তব বিষে ।।