মানব সমাজ
কবিঃ মীম আক্তার


আমরা হলাম মুমিন ব্যক্তি
সবার আছে নিজের শক্তি


মানব সমাজের মঙ্গল কাজে
আমরা কেহ নাই,
নিজের স্বার্থের মঙ্গল টুকু
আমরা শুধু চাই।


শহিদের এই রক্তের দানে
আজকের বাংলাদেশ,
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
নানান রকম বেশ।


ভালো কাজে নাইরে মানুষ
দম ফুরালেই হবে ফানুষ,
মানব কাজে কেউ থাকে না
সমাজেরই মুখ রাখে না।


অসৎ কাজের চাকর হয়ে
দিব্বি আছে বেশ।


     (সমাপ্ত)