ব্যাটা জল্লাদ! রশিতে মোম লাগা-
বেশি কইরা মোম লাগা, গলা যেন কাইটা না যায় খেয়াল রাখিস সেদিকটায়। নে.. তাড়াতাড়ি কর শক্ত একটা গিঁট লাগা,
এখনি গণতন্ত্রের গলায় খাসা একটা ফাঁস লাগা!
দেইখা-শুইনা মোম লাগা... এই চেয়ার কিন্তু কাউরে দিমু না!
কি দেখিস ব্যাটা? এখনি তাই গণতন্ত্রের গলায়
খাসা একটা ফাঁস লাগা! কোন ফাঁক-ফোঁকরে বাঁইচা যেন না যায়, বুইঝা নিস সেদিকটায়।
গেলে পরে নিমু তোর মাথা, কোপ মাইরা ফেইলা দিমু বোঝার আগেই ব্যথা।
চোখের জল মুইছা ফেইলা – তাড়াতাড়ি কর!
রশিটা হাতে তুইলা লইয়া, ফাঁসির গতি ধর।
ব্যাটা জীবনে এত-এত ফাঁসি দিলি, কোনদিন চোখে তোর না দেখিলাম জল...
গণতন্ত্র বিদায় নিলে তোর তাতে কি? এখনি বলবি আমায় বল?
তুই ব্যাটা তুচ্ছ জল্লাদ! মিছে করস ভয়?
গণতন্ত্র বিদায় নিলেই যা – ছাইড়া দিমু তোরে, মরণ করবি জয়!
সাহেব চাইনি আমি ছাড়া পেতে, চাইনা পুরান বাড়িঘর,
দিমু কেমনে ফাঁসি? আমার বুক কাঁপছে থরথর...
কত-কত প্রাণ নিলাম! পরপারে কি'বা দিমু উত্তর?
তার চেয়ে বরং নিজের গলেই ফাঁস দিলেম,
এই ফাঁসির মঞ্চে দিয়ে ভর...