আজ কতদিন আমি ঘুমাইনা।  
আজ কতদিন হলো, আমি হাসতে ভুলে গেছি—  
আমি হাসতে জানি না ঠিক তা-না, আসলে হাসতে ভুলে গেছি।  
শেষ কবে যে হেসে ছিলাম, তাও মনে নেই...  
আমি স্মৃতি হেরে ফেলেছি?  
ঠিক তা-না, আসলে আমি মনে *করতে* ভুলে গেছি।  

দেখি, আমার চারপাশে কত লোক হাসে—  
ঠোঁট উল্টিয়ে কথা কয়, মেতে আছে তারা কত হাসি-তামাশায়।  
তারা কেউ অমুসলিম নয়, আবার কেউ পাগলও নয়,  
তবুও তারা হাসে—নির্বিকার, নির্লজ্জের মতো হাসে!  

অথচ দ্বীনের নবী বলেছেন:  
“মুসলমান হলো একটা মানবদেহের ন্যায়,  
যার পায়ে কাঁটা ফুটলে মাথায় খবর হয়!”  
তারা কি জানে না, ফিলিস্তিনের ঐ প্রান্তরে  
ইহুদিবাদের রক্তপিপাসু করাঘাতে শোনা যায়  
কত জীবনের চিৎকার...?  
বাতাসে ভেসে আসে হাহাকার!  
রক্তের সাগরে কত কুঁড়ি, যে মুকুলেই ঝরে যায়—  
কত মায়ের কান্নার শব্দে ধ্বনিত হয় আসমান-জমিন...  

তবুও তারা হাসে!  
আমি ঘুমাতে পারি না—আজ কতদিন হলো আমি ঘুমাইনা।  
বুকের ভেতরটা কেমন জানি যন্ত্রণায় হাসফাসে,  
চিনচিন করে উঠে বৃষ্টিহীন জনপদের হাহাকার;  
কানে বাজে ক্ষুধার্তের চিৎকার...  
আমি ঘুমাতে পারি না—আজ কতদিন হলো আমি ঘুমাইনা।  

কী এক বিষের তীব্রতায় দু’চোখ বন্ধ হয়ে আসে,  
থেমে যায় হৃদয়স্পন্দন...  
আমি কাঁদতে চাই—আমার ভাইদের জন্য একটু চিৎকার করে কাঁদতে চাই!  
আমি ঘুমাতে চাই—  
আজ কতদিন হলো আমি ঘুমাইনা...  

আমি শহীদি তামান্না বুকে নিয়ে  
অসীমের ঘুম ঘুমাতে চাই।