অপরূপা তুমি দাগি,
আমার হৃদয়ের কয়েদখানায়
কাটাতে হবে অনন্তকাল—
তোমার জীবনের পুরোটা সময়।
দণ্ডবিধি নয়, চারের খ মোতাবেক,
তুমি একজন দণ্ডিত আসামী।
মিছে এখন আর প্রশ্ন করো না,
কি আমার অপরাধ?
ভালোবাসার নিম্ন কোর্টে
কিংবা উচ্চ আদালতে প্রমাণিত,
তোমার দেয়া সে দাগ।
সেচ্ছায় ভেঙেছো একটি মন,
ভাবোনি কি দিয়ে মিটাবে তার দাম?
দুঃখ-কষ্টের হয় না কোনো ওজন।
ওগো প্রিয়ন্তী, দেখো এ দাগ
কি দারুণ গাঢ়—
কোন তুলিতে মুছতে পারিনি,
তাই কি করে মুছে ফেলব বল?
দারুচিনি বনেও এখন শরতের চাঁদ,
গদগদ ঝলমল করছে আলো।
তাইতো শত চেষ্টায়ও ব্যর্থ,
কোথাও লুকাতে পারিনি এ দাগ।
মেনে নাও তোমার অপরাধ,
মেনে নাওয়াই ভালো।
অপরূপা তুমি দাগি,
স্বেচ্ছায় ভেঙেছো একটি মন!
তাই মসজিদ ভাঙার অপরাধের
অপরাধী!
অপরূপা তুমি দাগি—
আমার হৃদয়ের কয়েদখানায়
চিরো বন্দী আসামী।