পা থম্‌কেছে শূন্য পথে ক্লান্ত বিকেলবেলা
অঝোর ধারায় বৃষ্টি নামছে দুঃখের পাহাড় ঘেরা
আমি আনমনা,আমি চঞ্চলা স্বপ্নের ভিড়ে একা
আমি নয়তো কাব্য, নয়তো গল্প হবো শ্রাব্য দাতা।


পূরণের পথে অপূরণীয় রবে শৈল্পিক বেশে তথা
আমি দিশেহারা পথে একা হাঁটি, করিতে ভীষণ খেলা
হাজার মানুষের ভিড়ে আমি গো আমি রয়েছি এ বেলা
দু পা হাঁটিতে হাঁটিতে ভাবি, এ কেমন জমিনের টিলা।


আমার পাশে আমি দাঁড়িয়ে নেইকো আর কেহ
নিস্তব্ধতায় নির্বিকারে অচল প্রহর গুণী
সীমাহীন দৃষ্টিতে তারি ছায়া খুঁজি
বিষণ্ন মনে গভীর রাতে তারি ছবি আঁকি।


মধ্যরাতে বকুল তলা সুবাস নিবো তারি
গিয়ে দেখি বকুল ফুলের সুবাস আছে নেইকো তাহার মালী
শিশির ভেজা পরশ মিলবে চরণ তরে দড়ি
ও মা এ যে শুকনো ফুলের ঘ্রাণ নিবো নয়তো আমি থাকি।


যাচ্ছে সে যাক না চলে থাকবো আমি একা
দূরের দিগন্তে মিলবে ছায়া তরূর ভিড়ে কেবা
আমার রাজ্যে আমি একা নেইকো আমার রানী
জীবন যুদ্ধে হারতে মানা একাই শুধু জানি।।