কাজ করে যে ধনীর ঘরে দিনের পরে দিন
মাইনে টা ও যে বুঝে পায় না হইছে আবার ঋণ।
ঠকাও কেন? ঠকবি তবে আসবে সে দুর্দিন
বুঝবে সেদিন দিন মজুরের জীবন টা অর্থহীন।
থাক তবে মহাসুখে  ইটের তৈরী  দালান কোটা ঘরে
যাদের কল্যাণে হইছে এসব  উপহাস কর তারে।
যতই বল দিচ্ছি তাদের শ্রমের দরে দাম
সাধ্য আছে কার? কিনতে পারে শ্রমের এক বিন্দু ঘাম।
কৃষক, শ্রমিক, কুলি মজুর না থাকতো তারা
বুঝতে তবে ধরার তরে কাদের জীবন সেরা।
ধমক দিয়ে বসাই রাখ দিন মজুরের ভাড়া
মিছে কোনো অজুহাতে বের করে দাও যারা
জীবন সমুদ্রে বহিবে তাদের দুঃখের স্রোত ধারা।
কলকারখানা ইটের ভাটা দেখছ যত আছে ভুরি ভুরি
দিন মজুরের অবদান আছে নেইকো তাহার জুরি।
পদে পদে রাখছে যারা দেশের তরে মান
তারাই আজ ক্ষুধায় মরে হচ্ছে ক্ষীয়মাণ।
কাজের শেষে টাকা নিতে ফিরছে মালিকের বাড়ি
সঠিকভাবে মূল্য পায়নি দিচ্ছে তারে  আরো ঝাড়ি।
বিনে পয়সায় খাটবো ক'দিন আজ না হয় মাইনে টা দে
তোদের তরে আমার মিনতি সুখ টা  তবু ফিরিয়ে দে
ঘাম ঝরিয়েছে কুলি মজুর ও শ্রমজীবী যারা
পেটের টানে ছুটে চলে তাদের রিপু করে তাড়া
বিশ্বের যত উন্নত হয়েছে প্রযুক্তি সন্ধান
দিনমজুর, কৃষক শ্রমিক আছে তাদেরই অবদান।