আমি বাঙালি,আমরা বাঙালি
গর্বিত জাতি সোচ্চার জাতি
মুজিবুর এর দেশে জন্মেছি বলে
ধন্য বাংলার মানবজাতি।


তুমি এসেছিলে এই বাংলায়
অটল সাহসী আর উদ্যম শক্তি নিয়ে
বাক রুদ্ধ কে করেছো পরাজয়।


তুমি এসেছিলে এই বাংলায়
কতো লাখো তরুণ-তরুণী
জেগে উঠেছিল তোমারই নিশানায়।


ভয় কে ওরা জয় করেছে
বুলেট, কামান বন্দুকের গুলিতে
কতো অজানা মস্তক ছিন্ন হয়েছে
তবু মাথা নোয়াবার নয়
এক বজ্রকন্ঠের ধ্বনি তে।


তুমি এসেছিলে এই বাংলায়
বাংলাকে করেছো স্বাধীন
পাক সেনা দের করেছো পরাজিত
সবি তো হয়েছে তোমারই মহিমায়।


তুমি এসেছিলে এই বাংলায়
তোমারই মতো মানব আসবে কি!
জানি না এ-ই  সবুজ বাংলায়।


তোমারে জাতি ভুলিতে না পারে
তুমি সূর্যের মতো আলো দিলে
নক্ষত্রের মতো জ্যোতি ছড়ালে
যা ফুরা বে না এ-ই বাংলায়।


দীন দরদী বন্ধু তুমি
স্বপ্নের সোনালী কারিগর
তোমারই আদর্শের উজ্জীবিত পথিক
ভরে উঠুক সারা বাংলায়।


তুমি এসেছিলে এই বাংলায়
লালিত স্বপ্ন বুকে রেখে
বাংলাকে করেছো ধন্য
মোদের করেছো মহীয়ান।


তুমি আসবে কি? আবার।
স্বপ্নের রাজকীয় বেশে
সোনালী এই বাংলায়।।