বাবু, আমাকে কিছু খেতে দিবে
আমি যে এক অনাহারী,
ক্ষুধার যাত নায় পথে পথে ঘুরি ফিরি
বাবু বলে, চুপ কর মিথ্যাবাদীর দল
কে পাঠিয়েছে তোকে আগে তাই বল।
না না আমাকে কেউ পাঠান নি
আমি তো আমার পেটের টানে এসেছি।
দশ দুয়ারে গেছি তবে দিলো না কেহ আহার
মুষ্টি ভিক্ষা অন্য দিলে বাঁচতাম এ প্রহর।
দূর'হ কোথাকার নইলে তোকে
লাঠি পিটা করে ছাড়বো এবার।
বাবু,মারবেন না আমায় আমি যে আপনার মতোই মানুষ
আমার ও যে ক্ষুধা আছে বুঝেন না কেনো তাহা।
দেন না আমায়  এইবেলা কিছু খেতে,
শুনে রাখ ভিখারি তোকে দেবো না কিছু আমি
জলদি ফিরে যা পথে না হয়
মারবো আমি বুঝবে তখন শেষে।
আমিও মানুষ তুমিও মানুষ
তফাৎ কিসে বলো,
আমার না হয় জোটে না পেটে
তোমার তো ভীষণ জোটে।
এক মুঠো অন্য দিলে, কমতে নাহি কিছু
তবুও দিলে না খাবার দিলে তাড়াইয়া পিছু।
হতাম যদি তোমার ছেলে, নাহি দিতে গালি
আমার পেটে দানা দিয়ে জ্বলাইতে ঘরের বাতি।
পথিক বলে ঘৃণা কর যারে, তাহার ও একদিন সময় হবে ছুটবে সেদিন তুমি, ঘুরবে রাস্তার ধারে
বুঝবে সেদিন এক অনাহারী র
জীবন টা যে ষোল আনাই মিছে।