আজ সেই দিন কালের পরিক্রমা হারিয়ে গেছে
মনের অজান্তে ভুলে গিয়ে অন্যের হাত ধরেছে।
কি করেছিলাম? বলো একটি বার তাই,
নাকি নাহি কোনো তাহার প্রতিউত্তরে ঠাঁই
বিষণ্ণ মনে আজ তোমায় ডাকে হাতছানি দেয় অন্ত:শেষে।


ওহে! কুহেলিকা এমনি করে যদি যাবেই ভুলে
কেন? কেন এসেছিলে বুঝিয়ে দাও হৃদয় তরে।
আজ স্বপ্ন শেষের পথে মন ভুলানো পথিক বেশে
কষ্টের দুয়ারে নির্বিঘ্নে চিত্তে পুরানো পথ নতুন করে সাজে।


বারংবার কাছে এসে আবার ছুটে চলে নিরুদ্দেশ এ
কেন? কি করেছি, সত্যের সন্ধানে আজ রইলো অগোচরে
অবহেলা? কেন এসেছ, সম্পর্কের হৃদ স্পন্দন ভেঙে দিতে
নাকি টুকরো টুকরো করে অনল দহনে পুড়িয়ে মারিবে।


ভালবাস? না এখন আর ভালোবাসি না
কেনই বা বাসবো, ভুলে গেছো সবকিছু?
বারংবার কল,এসএমএস  বিরক্ত হয়ে গগনে উঠেছিলে দায়ে
মনে আছে কিছু ভুলিনি আজ-ও
শুধু পরিবর্তনের হাওয়া লেগেছে গায়ে।


কি? বড্ড একা লাগে তাই না? ঠিক এমনই সেইদিন হয়েছিল
কালের পরিক্রমায় আজ বিপরীত স্রোত
দেখো কতো নিষ্ঠুর নির্মম এ বেলার মানুষ, তাই না?
হা, এমনই মনে হয়, সত্যি মানুষ গুলো বড়োই নিষ্ঠুর।


আজ দুটি পথ দু'দিকেই চলে গেছে কাউকে না বলে
অবহেলা ই আজ জয়ী হয়ে নিঃসঙ্গ তাকে হার মানিয়েছে।