নীল আকাশে, ধুলো মাখা মেঘেদের দেশে
খুঁজি তাকে অতশত ভিড়ের মাঝে!
যাকে খুঁজে ঠাঁই  তবু তার দেখা নাই
সত্যিকারের একটা মানুষ চাই ;
যে নিয়ে যাবে আমায় রূপকথার কাহিনী জুড়ে
ভালবাসার অনন্ত সীমানায়।


আমি সত্যিকারের একটা মানুষ চাই ;
যে ভালবেসে আঁকড়ে ধরে বাঁচতে শেখায়
শত-সহস্র ভুল ক্ষমা করে হৃদয়ে জড়িয়ে নেয়।
যার ভালবাসার বিশালতা হারিয়ে গিয়ে
জীবনটা হবে আমার  স্বপ্নময়।


আমি সত্যিকারের একটা মানুষ চাই ;
যে হাজার লোকের ভিড়ের মাঝে-ও আমায় খুঁজে পায়।
দেখা না হলেও অনুভবে আমায় বুঝে নেয়;
চোখের ইশারায় না বলা কথা গুলো কল্পনায় শুনে নেয়।


আমি সত্যিকারের একটা মানুষ চাই ;
যার মন টা থাকবে সুন্দর ও শোভিত  
কথা কলি হবে হাসি মাখা স্বপ্ন নীল ভাষায়  
আর চরিত্র হবে ফুলের পাপড়ির নেয়।


শুনেছ তোমরা?
একদিন আমার ও সত্যিকারের একটা মানুষ হবে;
সেদিন আমিও নীল আকাশ, পাহাড় পর্বত, সমুদ্র
ছন্নছাড়া ঘাস ফুল সবাইকে চিতকার করে খবর দেবো; শুনেছ আমার ও যে একটা সত্যিকারের মানুষ হয়েছে!
সত্যিকারের  একটা মানুষ চাই।