ঝড়-বৃষ্টির কালোরাতের শেষে যখন
ভোরের পাখি ডাকা সূর্য উঠে,
এই সূর্যটাকে অনেকটা আলাদা লাগে।
অতি প্রতিরক্ষার পর  যেন,
কিছু একটা প্রশান্তিকর পেলাম।
মনে মধ্যে অনুভূত হয় আবেগঘন চিন্তার,
এই কালো রাতটা না আসলেও পারতো,
যদি এই সূর্যটা আরো আগে উঠতো।


কিন্তু এই সূর্যটাকে নতুন ভাবে
ভালো লাগার জন্য  হলেও
ঐ কালো রাতটার আসার দরকার ছিলো।
কারণ, রাতটা না আসলে
সূর্যের  প্রয়োজনটা অনুধাবন করা
সম্ভব ছিলো না।
তাই জীবনে এমন  
কালো রাত আসাটাও তাৎপর্যময়।
তবেই তো জীবন নামক সূর্য টাকে
উপভোগ করা যায়।