একজন মানুষের   জীবনে
ধনী এবং গরীব  উভয় মানুষের  
উপকার  পেয়ে থাকে।
ধনীদের  উপকার চেয়ে নিতে হয়,
কিন্তু  গরীবের টা চেয়ে নেবার প্রয়োজন হয় না।
তারা মুখ দেখলেই  বুঝতে পারে,
কিন্তু  সেই  উপকারের কোনো মূল্যায়ন পায় না,
ঐ গরীব  মানুষটি।
যদিও তার উপকারটি নিঃস্বার্থ।
অপরদিকে  ধনী  মানুষটির উপকারের পিছনে
নিজের কোনো না কোনো স্বার্থ থেকেই যায়।


আসলে  মানুষ   ধনী হলে
তার অন্তরর্দৃষ্টি  মরে যায়।
যেটা দেখে সেটাই বিশ্বাস করে।
কিন্তু  প্রকৃত বিশ্বাসীরা কখনও
সকল বিষয়বস্তু  সঠিক  বিশ্লেষণ  ছাড়া
কথা বলেন না।


তাই  ধনীদের উদ্দেশ্যে বলি,
গরীবের সম্মানকে ছোটো করো না
স্রষ্টা তোমার সম্মান  অক্ষুণ্ণ  রাখবেন।


আর গরীবদের বলি,,
ধনীদের উপকার  করার থেকে
একবেলা ঘুম দাও শরীরের দরকারে আসবে।
সবার উদ্দেশ্যে বলি,
পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সময়,
যা পরিবর্তন   করে দেয় সবকিছু।
মিছে দাম্ভিকতা পরিহার করি,
সকল মানুষকে  মানুষ  হিসাবে মূল্যায়ন করি🧡