আজ এই রাত খুবই নিষ্ঠুর
কেন জানো, কারণ,
এই রাত তোমাকে পায় নি।
তুমি যে শান্তির প্রতীক।
আজ এই রাত অনেক কৃষ্ট
কারণ, এই রাতকে তুৃমি ভালোবাসো নি।
এই রাত খুবই বিশাল লাগে
কারণ  এই রাতে পাশে চলার জন্য
তুমিটাই যে নেই।
চাঁদটাও ওঠে নি আজ রাতে
কারণ,চাঁদ যাকে দেখবে সেই
তুমিই তো আজ শূন্যতায় বিলীন।
আকাশটা আজ কালো মেঘে ঢাকা,বৃষ্টি নেই,  আছে শুধু খরামাখা আর্তনাদ, আছে জলন্ত কয়লার উপর ইস্পাত রূপী  হাহাকার।
আজ এই রাত খুবই  বেদনার।