জ্যৈষ্ঠের তাপদাহ করিতে বিদায়
এলো যে বর্ষণ রূপসী ছায়ায়।
এলো বহু কৃষ্টের পরে, নতুনের তরে,
সাজিতে  নতুন মায়ায়।
এলো নুপুড়ও নৃত্যের শব্দের গান,
এলো প্রভাতী সুর, ভরাতে প্রাণ।
এলো যে বর্ষণ, গাহিতে মাদলের গান।
স্নিগ্ধ  ছোঁয়ায় ভরিলো প্রাণ।