আজ ঢাকা বাসীরাও ঘাস কাটে !
কেউ করোনার জানজটে,
কেউ তাড়নার অকপটে,
কেউ ললনার প্রেমপাটে ।


আজ ঘাসের কালারে সবুজ নেই !
কারন এ ঘাসে শ্বাস নেই,
বাঁচানোর আঁশ নেই,
আকড়ানো পাশ নেই ।


আজ নয় কেহ আন্ধা !
চোখ মিছে বান্ধা,
ঘুচিবেনা ধান্দা,
দেখিলেই হবেনা ক রান্ধা।


আজ সাহসীরাও চুপ !
বাহসীরাও চুপ !
আহাসীরাও চুপ !
স্বার্থ ভয়ে সবাই চুপ !


আজ বাখালেই রাখাল,
রাাখালেই চোখাল,
ঘাসেরাই বহাল,
যোয়ালীরাই চাষী পাল।


আজ এই ঘাসের কালারে হর্ণ,
বীণা তালে নীলা বর্ণ,
কুহান উহানে মিত্র কর্ণ,
নীল ঘাসে পড়া অমূল্য স্বর্ণ।