ও সাথীরে জানু,
পরানের পাখি,
কলিজাতে দাগা দিয়া,
দিলিরে ফাঁকি।


তোর জন্য আর অন্য কোন,
আশা খুজিনি,
তুই পাষানী হবি এতো,
আগে বুঝিনি।
তোর কারনে জ্বালা মনে,
অশ্রু ঝরায় আঁখিরে,
অশ্রু ঝরায় আঁখি।


তোরে নিয়া মনে আমার,
ছিলো স্বপ্ন বুনা,
ভুলে যাবি পর করিয়া,
ছিলো নারে জানা।
ছিলিরে তুই এই অন্তরে,
পোষা ভালোবাসা,
জীবন খানা ত্যানাত্যানা,
করলি সর্বনাশা।


আমি খুজি আজো একা,
পাবো কবে তোরি দেখা,
ইচ্ছা আমার এই অন্তরে,
বাইন্ধা তোরে রাখিরে,
বাইন্ধা তোরে রাখি।


চলার পথে দিবা রাতে,
তোরে ভাবি রোজ,
খাইতে  বসেও আবেগ আমার,
মানে নারে বোঝ।
ঘুম আসেনা মন হাসেনা
তোরি কারনে,
স্মৃতি গুলো ভাবি যখন
ভাল্লাগেরে মনে।


কবে আবার আসবি সোনা,
দেখবোরে তোর হাসি খানা।
পাগল পাগল মনে শুধু
ইচ্ছা তোরে দেখিরে,
ইচ্ছা তোরে দেখি।


চোখের জ্বলে আমায় বলে
তোরে ভুলে যাইতে,
আমি বলি ভুলতে পারি
হবেরে মরিতে।
মাঝে মাঝে কল্পনাতে
পড়িয়া লাল শাড়ী,
মন গগনে এক লগনে
দাও গো সুখের তুরী।


আর কতকাল ফাঁকি দিয়া,
থাকবিরে তুই আড়াল হইয়া।
মনে আমার জ্বলন দিয়া,
রাখিস একাকিরে
রাখিস একাকি।