আহা !
কি লিখব,
সাহস হারিয়ে
আমি আজ ভীতো।
আমার লেখার ভাষা আজ ,
স্বাধীনতা হারিয়ে
একেবারে বাক রুদ্ধ !


আমি কচুশাক আর
পান্তা খেয়ে
লড়াইয়ে নামিনা,
শক্তের ভক্ত হয়ে
পিছুটানেও কখনো
একধাপো থামিনা।


অনেক কিছু
বলার আছে
ক্ষিপ্ত হয়েও নিজের রাগ
দেহের বাহিরে যায়না।
মনের কোনে জমে থাকা
গ্যাস লাইট
এখন একদম ফাঁকা।


তুমি যদি দেখো
মনে হবে শূন্যস্থান।
উচিৎ কথা কইলে
ওরা কইবো
নায়েত থাইক্যে নামো.
আহা ! আহা ! আহা !