ঘন-সিয়া নিশি, আমি পারদেশি
হেলাল হেরিয়া পেরেষান,
ছেড়ে সব মায়া, একা মর্সিয়া
অভাগা আমি নও যোয়ান।


চলি দুর দেশে, পাগলের বেশে
গহীন বন মাঝে
ব্যাথাতুর মন, ছুটিছে আপন
মরণ বিষের তাজে।


কত অশনি বারি... গয়েতে পরি
নাহি হলো মোর সারা,
ভেস্তের লাগি, আবিরের রাগি
দিয়েছি সব পাড়া।


হঠাৎ হেরি মন, অযথা জীবন
করিনু ক্যান বিচ্ছেদ ?
মানুষের মাঝে ভেস্ত সাজে
ছাড়িলে ভেদাভেদ।