আজ কেবল শূণ্য দৃষ্টি
এখন তুমি যা খুশী তাই করো
একদিন মনে হতো আমার সব আছে
আজ কেবল শূণ্য দৃষ্টি!!


কিচ্ছু নেই কোথাও কিচ্ছুই রাখেনি
সর্বদা বাদল ছায়া কালো মেঘ
মিলেমিশে বৈশাখী হাওয়া ঝড়
আজ কেবল দৃষ্টি ভরা বৃষ্টি!!


সময় তখন ছিলো অদ্ভুত বেশ অদ্ভুত
চৈত্রমাসের নদীর স্রোতে ভাসিতাম দু'জনে
আপন ভেবে ধরিতাম তাহার হাত
আজ কেবল শূণ্যতার অনুভব!!


মুখে আর অন্তরে ছিলো আলাদা আলাদা পথ
মুখে ছিলো প্রেম অন্তরে থাকতো বিষ
আঘাতে আঘাতে আমাকে করেছে নিঃস্ব
আজ কেবল শূণ্যতা জুড়ে বিশ্ব!!