হেঁটে হেঁটে স্বপ্নের ভিড়ে
বেঁচে থাকা, আজ না বাঁচার মতো
গভীর গাঢ় অন্ধকার বিষাদ
ভালোবাসার পরে ভাঙলো বিশ্বাস!!


ছায়ার মতো কৌতূহল
নীরব স্রোতধারার কোলাহল
নরকের মাঝে বেঁচে আছি বহুকাল
সব ছেড়ে যাবো প্রিয় বেঁচে থাকবো আর কতকাল!!


আকাশ বাতাস জুড়ে চিৎকার
প্রেয়সীর শেষ উপহার
এ কেমন ধারা চলছে অবিরাম
বুকের বাম পাশে জমেছে পিছু ডাক!!


মাঝে মাঝে নিজেকে চিনতে কষ্ট হয়
আমার বড্ড ভয় হয়
জীবনের সবচেয়ে বড় শত্রু দখল নিয়েছে আমার হৃদয়
আমি বড্ড অসহায়!!


মাঘের শীতে জেগেছি রাত
বৃষ্টির ফোঁটায় বালিশ ভিজে একাকার
অনুভূতির ছিটে ফোঁটা ও নেই কোনো রাগ
উঁকি ঝুঁকিতে সীমাবদ্ধ আমি!!


বুঝতে কি পারো চোখের ঝর্ণা
চোখের পাতায় দু-ফোঁটা জল
ভেজা চোখের বৃষ্টি
সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা তুমি!!


সাদা চোখে যায় না দেখা
সাদা কালো জীবনের বিধি
দুঃখ সুখের বিচিত্র জীবনে
সুপ্ত বাসনা বারবার জেগে ওঠে এই ভুবনে!!


রক্ত শূন্য করে মারে
বুকের মধ্যে পাথর বেঁধে
নিবিড়ভাবে বসে আছে
গভীর রাতের নির্জন আঁধারে!!


তুমি মনে হয় জানো না
তোমাকে বলতে ও চাই না ওগো প্রিয়
শুধু এইটুকু বলতে চাই তুমি আমার কল্পনা
আমি খুবই নির্লজ্জ ওগো প্রিয়!!