কানে দুল, তুলতুলে চুল
খোঁপায় বাঁধা বেলীফুল!
চোখ দু'টো টানাটানা
ফোলা স্ফীতি গাল দু'খানা!


নীল শাড়ি আর কাঁচের চুড়ি
এই রূপে আমি গিয়েছি ডুবি,
কপালে নীল টিপ আর ঠোঁটে ছোট তিল
তোমায় মনে ধরেছে খুবি!!


সেই মেয়েটির হাসির বাঁকে
মায়া শুধু ঝরে,
তাকে দেখে মন বসেনা
আর কিছুতে ঘরে!!


তার গুটিগুটি হাঁটার পথ ও মুখে
পাখিরাও নির্বাক চেয়ে রয়,
তাকে দেখে মনে হয়
নূপুর পায়ে আকাশ পরী হেঁটে যায়।-


আহা তাহার মুখে কি মাতোয়ারা সুর
কোকিলের কুহু কুহু সুর, তার চেয়েও মধুর!!


দূর থেকে চেয়ে রই
তাহার হাতে দু'খানা বই!
তাহার পিছুপিছু হাঁটি রোজ ভোর
একদিনও না দেখা হলে একা একা কাঁদি রাতভর!!