আমার স্মৃতির আঁখি জলে
কত শহরের ধুলোবালি আছে মিশে,
কেউ তাহা কী জানো
যে জানে সেও স্বীকার করে না ঘোমটা মুখ আছে!!
মোর মাঝে এসে পথঘাট চিনে
আবার মোরে বলে বোকা
ভাবতে ভালোই লাগে একা-একা আনমনে
তোমাদের এই শহরের ভিতরে আমি ছোট খোকা!!
যেকালে নড়ে উঠেছিলো স্বপ্নের ঘোড়া
সেকালে দিনের আলো ছিলো আঁধারে ডাকা
ঐকালে প্রিয় মানুষের কাছে ছিলাম আমি বোকা!!