আমি ভাবিনি কোনো দিন
আমি আর চিৎকার দিতে পারবোনা কোনো দিন
আমি কেঁদেছি রাতভর প্রতিদিন
আমি বুঝতাম না যুদ্ধ যুদ্ধ খেলতে হবে একদিন!!


আমি বোকার মতো হেসেছি বহুদিন
আমি আজও কেঁদেছি পুরো দিন
আমি চিৎকার দিতে পারিনি লজ্জাহীন
আমি নাকি কান্না দেখাতে পারবো কোনো দিন!!


আমি নাকি খুব বড় হয়ে গেছি- আমার চোখ অশ্রুসিক্ত দেখলে লজ্জা দিবে জনে জনে,
আমি খুব বড় জাদু জানি নিঃশব্দে চিৎকার করে বলতে পারি সুখে থেকো তোমরা প্রতিটি ক্ষণে ক্ষণে।-


আমি যেটা বলতে পারিনা লোকলজ্জায় সেটা বলতে হয় সংগোপনে মনে মনে,
আমি যেনো কি জানতাম না সেটাও শিখেছি নারী চঞ্চল উগ্র আলাপনে!!


তাই বলে আমি আবার খুব বড় সাধু নয়
পাপ পূর্ণ জেনেও বারে বারে প্রেমে পড়তে মন চায়
যেভাবে গাছের সাথে তৃণলতা মিশে রয়
যদিও বৈশাখী ঝড়ে ছিন্ন ভিন্ন হয়!!


মনের কথা বলতে চাইলে মনটা'ই ভাসে পবনে
তখন আমি মনের কথা মনে মনে আদর করি গোপনে
কারো অজান্তেই প্রেমের পরশ এলো মোর যৌবনে
কি জানি কেনো এমন মনে হয় দিনে দিনে।-