আরো মধুর লাগে তাহার হাসি
বাসনা সঙ্গীনী!!
বারে বারে হারিয়ে ফেলি তোরে
ঘুম জাগা রাতে আমি দুঃখিনী!!


যাকে ভালোবাসি তাঁর জগতে অন্যের বসবাস
আকাশটা ভেঙ্গে পড়েছে মোর বুকে!!
পেয়েছি ঐটুকু পুঁজি তাহার মুখের হাসি
একাকী এলোমেলো দেশে চাঁদনী রাতে মম হৃদ তোরে ডাকে!!


আমি খুঁজি ভিড়ের মাঝে পরিচিত মুখ
হাসতে দেখেছিলেম আমি যাকে!!
লুকিয়ে তুমি যদি থাকবে কেনো এসেছিলে
ঝিরিঝিরি বৃষ্টি মম হৃদয় শহরের বুকে!!


মম চিত্তে কাঁদছে আশা
স্মৃতিগুলো বেঁধে বিশাল আকৃতির দল!!
মোর মেঘলা আকাশে ঝরে বৃষ্টি দু'নয়নে
গোপনে বাঁধিয়া রেখেছি কুসুম কানন ফুল!!


ঘুমান্ত চোখে আমি কারে দেখি
তাহার হাসি মুখ বড্ড মনে পড়ে!!
বুকের মাঝে দৃঢ় বন্ধনে তোর ছোয়া জাগে মনে
ঘুম ভাঙ্গে বেদনার ব্যথায় গভীর রাত্রে রে!!


তুমি এলে পথে মোর আবার এলে ঘরে
আজও সেই ঘরে প্রদীপ জ্বলে চিতার আগুন বটে!!
ফুলের বুকে ছুড়ে মারে কাঁটা
পথ হারা পথিক একলা জীবন মোর কাটে!!