দেখি গো দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে
চেয়ে দেখ এইতো আমি আছি তোমার কাছে,
আয়নার সামনে গিয়ে দাঁড়াও দেখবে আমার ছায়া আছে তোমার আরশির মাঝে-
স্মৃতির দুয়ার খুলে দেখ আমি রয়েছি বসে।-


শুয়ে আছি বিরহী বিছানায় জীবন্ত লাশ আমি
শত কষ্ট লুকিয়ে রেখেছি বিছানায় নরম বালিশে,
কেউ জানেনা কত ব্যথা বন্ধ দ্বারেদ্বারে
হঠাৎ একটা শব্দে আমায় আকড়ে ধরে
ভয় কাঁপে বুকের ভিতরে।-


আমি চলে যাবো একদিন- যাবো চলে বহুদূরে
ফিরে এসো তুমি আমার বুকে- আমার প্রেমের টানে- দূরে থেকোনা কষ্ট হয়
জীবন গল্প কি একার জীবন নিয়ে হয়
তবে কেনো কষ্টগুলো একলা রয়।-


বিচ্ছেদ আর হবেনা- রবেনা কোনো ভাবনা- বিদায় নিবে মোর প্রাণটা
মৃত্যুর কাছে দিয়ে দিবো এই জীবনটা,
মোর মরণের গল্প মোর হাতে লিখি
ভাঙনের ঝড় সাথে ভাঙে মনের ঘর- ঝরে শুধু আঁখি- ডানা ঝাপটে উড়ে যাবে একদিন পরাণ পাখি।-


মোর যেদিন হবে পরোকালের যাত্রাপথ
সেদিন হতে তুমি তোমরা কাঁদবে নিরবে প্রতি রাত
নিঃশ্বাস আসে আর যায়- যেবার না আসিবে ফিরে নিঃশ্বাস সেবার ছেড়ে দিবো জগতের হাত
বিরহী সুরে মাতিয়ে রেখেছি জগত- মৃত্যু ছাড়া এর হবেনা সর্বনাশ।-