আমায় নিয়ে সর্বদা তোমার পুতুল পুতুল খেলা
আমার ডালপালা ভেঙে সাজিয়েছো নতুন গাছের ডালপালা!!
দুঃখের নদীতে আমি ভাসি ছোট ভেলায় করে
হায়রে বেহায়া মন আর কত পোড়াবে এই জীবন!!


আমার এই জীবন লক্ষ্যহীন জীবন
নিত্যকার বাণী ব্যর্থ দীর্ঘশ্বাস, নেই কোনো মুক্তি,
ব্যস্ত নগরীতে দৈনন্দিন পুজি আমার দুঃখের মালা
নিত্য এই শব্দে ভাঙে আমার ভিতরের ধীশক্তি!!


এসবকিছু তোমার ছলনা
কতটা অভাবে কঠিন বেদনা
খুচরা পয়সার যন্ত্রণা
এইসব অংকের হিসেব আমি মিলাতে পারি না!!


স্বপ্নের মধ্য পাতায়
মধ্যরাতে ভেসে উঠে স্মৃতির ছায়া
সকলের চোখের আড়ালে
ভেসে আসে শূন্য মনের খাতায় বিরহ ব্যথা!!


যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়
তখন বিরহী কাব্য রচনা করি নতুন অধ্যায়
আমি শূন্য আকাশে বহুকাল একা
কাছে দূরে সব কিছুই নিরজন ফাঁকা!!


এখনে আমি নয় নিরাপদ
সমস্ত ভূ-খন্ডে বিরহবেদনা
কে দিবে সুখের ঠিকানা
ভিতরে বাহিরে এইটুকু কল্পনা!!

অর্থ ছাড়া শর্তগুলো
স্নেহ সুরে ডাকে অন্তর মাঝে
স্মৃতির ভারে পড়ে আছি মধ্যে পথে
দিন রাত শুধুই আঁধারের গল্প!!


এ কথাটি জানা ছিলো না
মানুষের লোভ এতটা প্রখর লোভ
লোভে জ্বলে তোমার দু'চোখ
জানা ছিলো না আগে মোর!!


মিছে ভাবনার ঢেউয়ে-ঢেউয়ে
শীতের এই কুয়াশা ভরা রাতে
ভুল করে বালুচরে ঘর বাঁধলাম জলের সাথে
বারে বারে জেগে ওঠে সীমাহীন ব্যথা বুকে!!


এর চেয়ে তো মৃত্যুই ভালো
পৃথিবীটা তো আঁধার কালো
কোথায় হারিয়ে গেলো চাঁদের আলো
সূর্যের আলো তো নিভে গেলো