কিভাবে গাইতে হয় জীবনের গান
সুখ দুঃখের যেভাবে জন্ম হয় একটি প্রাণ
সেভাবে গেয়ে যাবো মোরা জীবনের গান!!


সবাই বলে একি কথা
বুকের ভিতরে এক নদী জল
অজানা টানে ভেসে চলছি জলের পথে!!


হৃদয়ের সর্বাঙ্গে বিরাহ গান
তবু তা হয়েছে প্রাণের গান
হৃদয়ে লুকানো হৃদয়ের গান!!


এই সুখটুকু শুধুই আমার
সুখ দুঃখ নিয়ে অন্তত সংগ্রাম
মনে মনে মরি নিত্যনতুন অপরাধে!!


কথার ভিতরে গোপনে ব্যথা
ছায়ার মাঝে গোপন মায়া
মিথ্যে মায়ায় ঝরে পড়ে বুকের ব্যথা!!


মেনে নেওয়ার অভ্যাস করো
নীল আকাশে রোদ বৃষ্টি ঝড়
বহুরূপী কন্ঠে বহু সুরের গান!!