নিষ্ঠুর প্রিয়তমা!
পৃষ্ঠাসজ্জার দৃশ্যমান
স্মৃতির খামে
স্রোত নামে!
অথৈই নদীর পানি
থৈই থৈই করে।-


উথাল-পাথাল ঢেউ
হৃদ মাজারে,
খুঁজে না তো কেউ
দেখাবো কারে।-


নদী ভাঙ্গনে
প্রতি বছর,
নিঃস্ব হই
বিগত কয়েক বছর।-


আমায় ফেলে তুমি
পর মানুষের ঘরে!
থাকো নাকি নাটরে
আমার ঘরে ভাঙ্গন ধরে।-


তোমার কথা বলা সেই
পুতুল আমার ঘরে,
ফিরত যদি নিতে চাও তুমি
একটি চিঠি লিখো অতীত ঠিকানা ধরে!
পাঠিয়ে দিবো কথা বলা পুতুল
তোমার নতুন ঠিকানা নাটরে।-