আজ এই অবেলায়
দূর অতীতের সাথে দেখা,
নিঃস্ব হৃদয়ের আনাচেকানাচে
জাগিয়া রয়েছে স্মৃতি রেখা।-


প্রতি পূর্ণিমার মধ্য রাতে
যতো দূর দুচোখ যায়,
দুঃখ শুধু ভেসে বেড়ায় আকাশে
তারার সাথে গল্প করি নিজের ভাষায়,
ছোট থেকে বড় হওয়ার বেদনায়।-


কোথা থেকে যেনো আকাশকে বলে
বুকের মাঝে তুলে ধর ভালোবাসা
আমি ধরিবো তোমার হাত
সাথে রবো তোমার, সেথায় যতোই থাকুক ভয়।-


সে আলো দ্বারে অন্ধকার ছুঁয়ে রয়
সে কথা তখনি বুঝিবে যখন দেখিবে অভিনয়
গোপনে কাঁদিয়া ভেঙ্গেছে শুধু হৃদয়
প্রেম তো জ্বালিয়ে পুড়িয়ে শূন্য করেছে আমায়।-