চারদিকে এতো হাহাকার
তার মধ্যে আমরা বলি বাংলাদেশ জিন্দাবাদ
এই জগতে মাত্র দুটি অভাব একা প্রকৃত মানুষ দ্বিতীয় খাদ্যের!!


জীবনের প্রতিটি মূহুর্তে শিক্ষা নেওয়া দরকার
কারণ মানুষ হাসে কাঁদে প্রতিক্ষণে
আবেগহীন ভালোবাসার কঠিন বাস্তবতার এই পথে!!


আমাদের মুক্ত আকাশে বয়েছে ঝড় হাওয়া
এই গতিবেগ গতির চেয়েও দ্রুত গতিতে ছোটে
জীবনের এই নিঃসঙ্গ দুর্যোগ রথে!!


বেয়ে ওঠে স্বপ্নের সিঁড়ি বেয়ে জীবনের তীরে
এখন ধোকা বলে মনে হয় নিজেকে সেই স্বপ্নের নীড়ে
সুখ রেখে মানুষ কেনো থাকে বহুদূরে??


খুব চেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে চলার সময়
তখনি কতগুলো মানুষের আকাশে বিদ্যুৎ চমকায়
যেনো প্রাণহীন স্বপ্নের উঁচু চুড়ায় কালো মেঘের বর্ষা ঝরায়!!


কারা যেনো আমাকে দেখে চিৎকার করে ডাকছে
তাদের লক্ষ্য নিয়ে এগিয়ে চলার সেই রাস্তায়
অবশেষে ক্ষুধার্ত মানুষের সাথে সাক্ষাৎ
গোপন রাখতে চেয়েও পারলো না সেই চিৎকার!!