এ জীবনে যতটুকু চেয়েছি-
মনের আনন্দে স্বপ্নের জগতে
তার চেয়ে বেশি কেঁদেছি-
জীবন এক শ্বাসরুদ্ধকর মৃত্যুর যন্ত্রণা!!


পৃথিবীর কি অদ্ভুত নিয়ম
মানুষের গড়া এই নতুন নিয়ম!!
যে যার মত খুঁজে নেয় আপনা গড়া নয়া সুখের পথ
আমি আর আমার ভবিষ্যৎ আঁধারে ঘেরা দীর্ঘ পথ!!


বন্ধ চোখে ভেসে ওঠে-
তোমার দেওয়া ছোট্ট-ছোট্ট উপহার
অন্ধকার রাতে দু'চোখ অশান্ত সাগর
স্রোত মুখে আমি যাচ্ছি ভাসিয়া!!


আরও কত কথা মনে পড়ে-
আমার জীবনের অনেক অতীত
দেখেছি তোমাকে স্বপ্ন কত
তুমি ছাড়া কে জানে আমার হৃস্পন্দন কত!!


জীবনের কিছু অধ্যায়
ভালোবাসা মস্ত বড় অন্যায়
কখনো বা ভাগ্য খুবই নির্দয়
আমার নিঃশ্বাস কেড়ে নিতে চায়!!


জীবন মোর বিরহী কাব্য মালা-
পূর্ণ ব্যর্থতা দিয়ে সাজানো মোর জীবন
আঁধারে ডাকা অন্ধকার জীবন
চোখ থাকিতে তো হায় অন্ধ আমার দু-নয়ন!!