সমস্ত ঘরে ছাই জড়ানো
আমার হৃদ গন্ধে সিগ্ধ যুগে যুগে
ক্ষত-বিক্ষত হৃদয় অনুভব হয়
স্পর্শ করা যায়না বিশ্বাসটা বিশ্বাসযোগ্য নয়।-


তুমি সহ্য করতে পারবে না
আমার গানের এক একটি লাইন
তুমি অনুভব করতে পারবে না
ভুলে যাওয়া কতটা কঠিন কাজ।-


দুঃখ বোঝার মত কেউ-ই নেই
সকলে সুখের সন্ধানে একগাছ থেকে অন্যগাছে
কেউ তো একটি গাছ থেকে পড়েই যায় মরে
কে জানতো ভালোবাসার গভীরে অন্ধকার।-


চক্ষু ছলছল করে কাঁদিলেও শব্দ নাহি ঝরে
ভালোবাসা বিশেষ একধরনের অত্যাচার
দায়িত্ব হীন সম্পর্কের নাম প্রেম ভালোবাসা
ভালোবাসার স্থানে প্রবেশের পরে সকলে মরে
কেউ মরে আগুনে পুড়ে, কেউ মরে জলের গভীরে ডুবে।-


স্মৃতিগুলো পুড়ে যায় তবে পোড়া দাগ রয়ে যায়
জীবনের শেষ দিন পর্যন্ত অন্যের দুয়ারে দৃষ্টি রেখে যায়
ভালোবাসা এমন কঠিনের চেয়েও কঠিন
বোধহয় হত্যার চেয়ে জঘন্য কাজ।-