আমায় তুই খুঁজবি অবেলায়
নীল জোছনার কিনারায়
সেদিন তুই ভেঙে পড়বি চোখের জলের কান্নায়
আমার স্মৃতিটুকু ভাসবে সোনালী রোদের ছায়ায়!!


অনেক দিন আমিও কেঁদেছি তোর মায়ায়
বছরের পর বছর ছিলাম তোর অপেক্ষায়
তোকে কাছে পাওয়ার মৌসুম নেশায়
তুই কি জানো? হারিয়ে যেতে কেনো আমার ভয় হয়
তোর অভাব বুকে নিয়ে মাটির জগতে হবো ক্ষয়!!
প্রাণ হারিয়ে রবো আমি আপন আঁধারে ঢেকে
তখন যেনো তুই মোরে ডাকিস না
কারণ সেথায় গেলে আমি মিশে যাবো অন্যের বুকে।-