চোখ দিয়ে সবই দেখে
মুখ দিয়ে সবই বলতে পারে,
দিব্যি মানুষের মতো হাঁটে
অথচ তাদের বিবেক গেছে মরে!!


এই দেশে এক ফোঁটা জমি নেই ফাঁকা
লোকমুখে শোনেছি রক্ত দিয়ে ছিলো ঢাকা!!
অথচ এই দেশে চলে না কোনো স্বাধীন প্রথা
যে স্বাধীনের জন্য লক্ষ লক্ষ মানুষ দিয়েছে মাথা!!


মানুষ যে যেখান থেকে পারে, সে সেখান থেকে জুলুম অত্যাচার করে
অসহায় মেহনতী মানুষের উপরে ক্ষমতা ছুড়ে মারে,
আবার আইন কে সমান ভাবে ভাগ করে
লম্বা খাটো হাতের পরিমাপ করে আসামী চিহ্নিত করে!!


এই দেশে ক্ষমতা যার নাই
তার উঁচু গলায় কথা বলার অধিকার ও নাই,
সবই ক্ষমতা ভাই, ক্ষমতা দিয়ে যোগ্যতা বৃদ্ধি হয়, ভাই ক্ষমতা ছাড়া কোনো উপায় নাই!!
সত্য কথা বলতে গিয়ে কতো মানুষ বেঁচে নাই
কতো পরিবার ধ্বংস হইছে ভাই তার কোনোই খোঁজ খবর নাই,
সত্যি বলার কারণে জগৎ সংসারে সুখের আবাস নাই।-