নিজেই সে নিজেকে পোড়ায়
তবে সে কি নিজের জন্যে বোঝে না আগামী পথ
অথচ ঐদিন সে নিজেই গেয়েছিল আগামী নতুন গান
আজ দেখো তার মনেই কতটা অভাব!!


ভেঙ্গেছে সে নিজেই নিজের শপথ
লিখেছে কবিতা আর উপন্যাস
অথচ আজ তার খুবই বিপদ
নিজের সাথে নিজেই যুদ্ধ করে নিজেকে করে আঘাত!!


ভুল পথে ঘুরে ঘুরে নিজেকে করে আঘাত
একি মহা বিপদ নিজেকে নিজে ভাবে ভুল
তবে কি তরুণ তরুণীর মনে একজনের জন্যে পুরো পৃথিবীটা অবিচল আঘাত!!
আবার দেখো যার জন্য সর্বনাশ তাকেই ডাকা হয় বারোমাস
বাহ্ কি দারুণ প্রেম ভালোবাসার বিশ্বাস
যার নামে চলে অবিরাম দীর্ঘশ্বাস!!


আর কত অপমান অপদস্ত
নিজ হাতে ক্ষত করতে চাও নিজের হৃদ পাত্র!!
ভেবে নাও বাস্তবতা মেনে নাও পথ ভুলে সে এসেছিলো তোমার ঘাটে
আবার ঠিক সময় মতো গিয়েছে চলে!!
এই বাস্তবতা মেনে নিতে যত সব কষ্ট
তাই বলে কি মিথ্যে জগতের লাঞ্ছনার ভীড়ে
চেপে রাখবে নিজ নিজ কষ্ট!!
কোথা থেকে এসেছিলো এই ভালোবাসা
চোখের জলে লেখা ছিলো যে ভাষা
মূলত সেই ভাষার নামই হচ্ছে ভালোবাসা!!


সে দিন তার কবিতার নাম ছিলো প্রিয়তমা
আজ সে লিখেছে আমায় করিও ক্ষমা
জানি তুমি ফিরে আসবে না আর কখনো প্রিয়তমা
অথচ তোমার জন্য খোলা রইলো নিজ মনের দরজা!!


সেদিন তার উপন্যাসে লেখা ছিলো দুজনের মিষ্টি গল্প কথা
আজ তার উপন্যাস চোখের জল দিয়ে ছাপা!!
এতো বড় বিশাল পৃথিবীতে যে যাকে করে বিশ্বাস
হিতে বিপরীত হয় শুধু মর্মঘাত!!
জীবনের ব্যর্থ সুরের নাম বিশ্বাস
কতটা ধৈর্য্যশীল আঘাত বিন্দু পরিমাণ পিছু হটে না
এই সেই অত্যাচার ভালোবাসা নাম দিয়েছি আমরা যার!!