ওটা তো মেঘ কাকতালীয় দেয়াল
তুমি শুধু দেখছো অনল
দেখোনি চোখের সাথে মনের মিলন
অন্ধকারে পুড়ে মন বৃষ্টি ঝরে দু'চোখে কেবল।-


মিছে ভয়, এ তো পরিপূর্ণ স্বপ্ন নয়
তুমি হাসিলে ছলনার তবলা বাজে তোমার হৃদয়
পৃথিবীতে নেমে আসে দুঃখময় সময়
ছন্দ হীন ভাষায় কতো কবিতার জন্ম হৃদয়!!


শুধু তাই নয়, যুগে যুগে ভালোবাসা বেঁচে রয়
অদ্ভুত বিষয়, কবিতার মাঝে ভালোবাসা প্রাণ পায়
হৃদয়ানন্দে ডানাঝাটায় কবিতায়
তাই বারে বারে দুঃখ সুখ তুলে ধরি কাব্য কথায়।-


এবার অন্য কিছু হোক
চলো এবার বলা যাক, যা ছিলো বলার,
হেরে যদি যাই আর তো দিবো না ডাক
কিছু যদি না চাও কেনো ডাকবো বারে বার!!


আসলে আমি কি ফিরে যাবো
বরং আমি তো বার বার হেরে যাচ্ছি
আজও আমি প্রতারিত হয়েছি
এই তো ভরদুপুর বেলা রোদে পুড়ে চোখের জল ফেলেছি।-


শুনিছে তোমার মুখে আমাকে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই
তবুও কারণ ছাড়া ছাড়াছাড়ি দেখতে হলো আজ
তুমি কি শুনতে পাওনি ভাঙার শব্দ
আমি তো বার বার টের পাচ্ছি দীর্ঘশ্বাসের শব্দ!!


কিছু একটা পুড়ছে সেটাও দেখনি
তুমি নিজেই তো আলোর বদলে আগুন হাতে ধরিয়ে দিয়েছ আমায়
তবুও দেখনি পুড়তে আমায়!!