অনুরাগের ছন্দময়
দ্বিধাদন্ধে রাত পোহায়
আলো স্পর্শে দ্বিপক্ষীয়
শূন্যের ভিতরে পথ চলায়।-


বিশাল মরুভূমির আকার
সেখানে রয়েছে পৃষ্ঠাসজ্জার দরবার!!
খানিকটা কাছ থেকে আছে একটা নদী
সেই জলে ভাসে একটা নারী নিরাবধি।-


হৃষ্টপুষ্ট কষ্ট মম চিত্তের অতলে
বকুলের সুগন্ধে নিয়তিও যাচ্ছি ভুলে!!
একটি নারী'র সাজানো অভিনয়
আমায় রেখেছেন অবক্ষয়।-


চোখে চোখ হাতে হাত রেখে
বুকে দাগ দিয়ে গিয়েছো চলে!!
কথা ছিলো আমার কোলে দিয়ে মাথা
কাটাবে চিরকাল,
ছলনার নকশায় চমৎকার রবে তোমার বেষ্টনী
সীমানার রূপকথার দল।-