কি আর দিতে পারবে শেষ পর্যন্ত
জমিন থেকে আসমান পর্যন্ত দুঃখ
মেয়ে তুমি শোনো ক্ষুদ্র সুখের চেয়ে দুঃখ অনেক দামী
যখন চলে যাবো দূর বহুদূরে তখন তুমি বুঝবে দূরত্বটা!!


বিষাদের ভাবনা জেগে ওঠে হৃদয়ে
তীব্র ব্যথা তোমার জন্য বুকের বাম পাশে
কেউ কেউ আবার বলে এটা পাগলামি
যুগ পরিবর্তন হয়ে গেলেও তোমার পথ চেয়ে!!


লুকিয়ে রেখেছি অনেক শব্দ
আগুন জ্বালিয়ে পুড়ে দেয়
আমি তো মৃত্যুর আগে মরে গেছি
ভুল করে নয় ইচ্ছাকৃত ভাবেই আমি মরে গেছি!!


যতনে হৃদয়েতে সমুদয় বাসা
অতিবাহিত কিছু স্মৃতি
অচেনা জল স্রোতের সমুদ্রে আমাকে ভাসায়
ক্ষণে ক্ষণে আবার আমি এই সমুদ্রে ডুবে মরি!!


বসন্তের অপেক্ষাতে দাঁড়িয়ে
রৌদ্রে আত্মা শুকিয়ে খাক
তবুও এক যুগে কোনোদিন বসন্ত ফিরে আসেনি
পরাজিত প্রেমে অংশগ্রহণ করে মৃত্যুর পথে চললাম!!