সকলেই দূরে আজ
সেসব তালিকায় আত্মীয় স্বজনের অগ্রাধিকার!!


সেদিন থেকে বুঝেছিলাম
যেদিন সকলের উজ্জ্বল মুখ ছিলো অন্ধকার!!


কোথায় বাঁধিবো ঘর
আজও কতগুলো মানুষ ভেঙেছে বিশ্বাস!!


প্রথম মরা থেকে শুরু করে
শেষ মরা পর্যন্ত জীবনে চলবে দীর্ঘশ্বাস!!


নিশ্চয়ই মানুষ বাস করে লোভের সাথে
তারপরে তাহারা ওঠে উঁচু পাহাড়ে!!


বিশ্বাস না হয় তো উঁচু দালানের দিকে চেয়ে দেখো
হয়তো তুমিও বুঝতে পারবে জলে বাস করে কিভাবে আকাশে চড়ে!!


হাতের মুঠোয় রেখেছেন কত মানুষ বিবেক বন্ধি
লোভ লালসার কারণে বিবেক ছুড়ে ফেলা হচ্ছে রাস্তায়!!


সেদিন দেখলাম নিজের চোখে
কত লোকজন অন্যায়ের হাতিয়ার জন্ম দেয় হৃদয়!!


তখন সবকিছু কে দুর্স্বপ্ন মনে হলো
এতকাল চেনা মানুষগুলোর একেমন নতুন পরিচয়!!


অথচ এদের নিয়ে দেখতাম সুস্বপ্ন
জানিনা একেমন ছায়াপথ!!


বিধাতা দিয়েছে ক্ষণিকের জীবন
এই সুযোগে আমরা পৃথিবীকে আমার আমার বলে করতেছি চিৎকার!!


সবকিছু নিজের মত বদলে ফেলার যুদ্ধে
কত মানুষ মানুষের সাথে করে জঘন্য অপরাধ!!