পরাণ কাঁন্দে নয়ন ঝরে
শান্তি কোথায় গেলো চলে!
সুখের অভাব ভুবন জুড়ে
বিদায় ঘন্টা এসেছে চলে!!


ত্যাগের মৃত্যু দমে দমে
বুকে বেঁধেছে যন্ত্রণার বাসা!
গুটিগুটি পায়ে হেঁটে চলে
মরে গেছে দু'চোখ ঝাপানো আশা!!


নিজের সাথে নিজের করতে হয় অভিনয়
অপরাধীর মত নিজের সাথে নিজের থাকতে হয়
যেথায় যাই সেথায় নীল রঙের পাখিটা ভেসে বেড়ায়
শত ইচ্ছার জীবন গুলো মরে যায়!!