কত মানুষ দেখতে চেয়েছিলো ভালোবেসে
গোলাপ ফুলে কি গন্ধ আছে!!
আমিও নিতে চেয়েছিলাম মাতাল পবনের সুভাস
কোনো অবিশ্বাস্য ঝড় ভেঙে দিলো আমার সেই-সেই বিশ্বাস!!


তোমরা তাকে বোলো রঙ-বেরঙে ফুল ফোটে
আষাঢ় মাসের নোনা জলের মাঠে!!
পদ্ম, শাপলা, কমলি লতা ও কচুরিপানার মাঝে
জলের গভীরে সেই-সেই ফুলগুলো কাঁদে!!


সাদা মেঘে ভাসে আকাশের চূড়ায় ভেলা
তোমার সঙ্গে আছে আমার অন্যান্য খেলা!!
মুখোমুখি সেদিন দেখাবো জয় পরাজয়ের স্মৃতির পাতা
কতটা কষ্টের পরে সহ্য করে নিতে হয় এই নির্মম বাস্তবতা!!