ওগো বন্ধু,
        মেঘের সাথে বাতাসের যুদ্ধ
তোমার হাসি দেখে গোলাগুলি হইত বন্ধ!!


                ওগো বন্ধু,
         তুমি যদি দূরে নাহি যেতে
    আকাশ থেকে বর্ষা ঝরা বন্ধ হতে!!


                ওগো বন্ধু,
         তোমার আশায় বেঁধে ঘর
    তোমা পরশ ধূলি ছাড়া অন্ধকার!!


                ওগো বন্ধু,
   কালো মেঘের ছায়া জমিনে কালো দাগ
    দূর গগনে পবনের অভিযোগের ডাক
  গভীর সাগরের অতলে ভেসে যায় দেখ!!


                 ওগো বন্ধু,
       নীলকণ্ঠের সুর গহীন জঙ্গলে
    তুমি ছাড়া বিষধর সর্পের দখলে!!


                 ওগো বন্ধু,
          ভুবনটা বেঁধেছি সুতা দিয়ে
   সেই আশা তুমি ভেঙ্গে গিয়েছ পালিয়ে!!


                 ওগো বন্ধু,
       তবো হৃদখানি তোমা নিয়ে উদাস
            পরজয় মেনে নিয়ে দীর্ঘশ্বাস
        তারা বিহীন শূন্য আঁধার আকাশ!!


                
                  ওগো বন্ধু,
     সন্ধ্যা তারার চুম গভীর রাতের চাঁদের
               আলোতে মিশে গেছে-    
  কয়েক ফোঁটা চোখের জল মিশে চাঁদের
             একাকিত্ব দিয়েছ মুছে!!


                   ওগো বন্ধু,
   তুমি আসবে না জেনে তরুলতা দীঘির
       পাড়ের বড় গাছটি জড়িয়ে কাঁদে
    বিশিখ ছুড়লে অবলা পাখির বুকে!!
  চোখের জলে মরে সুখ, দুয়ারে দাঁড়িয়ে
                  আছে দুঃখ।-


                   ওগো বন্ধু,
   মুখে আর কণ্ঠস্বরে বলে শেষ হয় কি
                    একলা পথ
বিশ্বাস কর আমার প্রতিটি রাত মরণ ফাঁদ।-