(১)জীবন হলো এলোমেলো
কখনো বসন্ত কখনো দুর্ভিক্ষ
ক্ষণিকের মায়ায় পথ আলিঙ্গণ
স্মরনের বেলায় নিদ্রাহীন আঁধার কালো।-


(২)বাঁশির সুরে প্রেম মহিমান্বিত
যৌবন কালের বিকলাঙ্গ স্বাদ
প্রেম শক্তির অন্তরালে পৃথিবী যেন অচল
নিঃসঙ্গতার সুরেও বাজে প্রেমের ডাক।-


(৩) জীবন সাজে স্বকীয় গতিতে
যেতে যেতে গন্তব্যে দুই চারটি অসুবিধা ঘটে
তখন আঁধার আর অন্ধকার চোখে পড়ে
তবে কি চন্দ্র ও সূর্য যায় কি নিবে?
তখন চারপাশে আলো থাকে ঠিকি শুধু নিজের ভিতর আলো যায় নিবে।-