মন যে কেমন কেমন করে
কোথা হতে কোথা ছুটে
প্রতিদিন একই কাজ বারে বার
তোমারি পথে ঘুরি ফিরি শত শত বার!!
কাব্য করে বলতে গেলে
বুঝেনা কেহো মনের ভাষা
শুকনো পাতা ভিজে যায় চোখের ভাষায়
অনলে পোড়া গন্ধ তখনি পথে দাঁড়ায়!!
মিথ্যে আবেগ ছুঁড়ে ফেলে
ঠিক তেমনি দূরে
যতটা দূরে আবেগ হাঁটে
বাঁচবো কত দিন আর, বাস্তবতা মন ও প্রাণ!!
পচন রোগে পচেছে মন
আমি বুঝিনি দূর্ভাগ্য এমন
অন্যের মুঠোয় থাকে জীবন
ভাঙা গড়ার হঠাৎ লক্ষণ!!