মনের মতো করে দাও মনে ব্যথা
জীবন উজাড় করে শ্রবণের গভীরে থাকুক জীবন
আমাকে আরো বলতে দাও
যদিও তোমার শোনার মতো সময় নেই
কেনো যে তুমি সবার আগে আমায় ভুলে যাও?


আমি তোমায়'ই বলি
অপরাধ হয়েছে আমার, অপরাধী আমি
আমার কণ্ঠে কি আর তোমার নাম সাজে
দিতে চাও তো দাও সাজা!!


দুঃখসুখের জ্বালা যন্ত্রণা মনে
ধরে নিয়েছি আর ছাড়া পাবো না এই জীবনে
লুকাও তুমি যতদূরে পারো লুকাও
অপরাধ তো আমি করেছি ভালোবাসি বলে!!


ভেবেছি আমিও শিখে নিবো তোমার মতো করে
হাসি মুখে আমাকে অভিনন্দন জানাও
অথচ তোমার চোখেও জল এখন
সবিই তো ভাগ্যের লিখন, বিধাতা নয় কৃপণ!!


নিয়তি এমন, জলে ভাসায় নয়ন
হৃদয়ের বাঁধন ছেড়ে দিলে বিশ্বাস ভাঙে তখন
অপরাধ জন্ম নেয় মনে ভালোবাসার হয় যে মরণ
আমার অপরাধ বেঁচে রবে চিরজীবন।-