আমার নেই কোনো অপরাধ
তবুও আমাকে কাঁদাও
স্বপ্ন ভেঙে যেদিন পড়বে
তুমিও কাঁদবে সেদিন কাঁদবে।-


এই দুদিনের ঘরে সুসম্পর্ক ভাঙে
কতটা স্বার্থপর প্রয়োজন শেষে
উল্টো পথে অন্যের ঘরে জ্যোৎস্না জ্বালাও
আঁধারের ঢেকে দিলে মোরে।-


এই বেদনা কি শুধুই আমার
মানুষের মতো মানুষ হবে যখন-
তখন তুমিও বুঝবে বেদনা কাকে বলে
যদিও এটা ভালোবাসার উপহার।-


আমি তোমার কাছ থেকে সেদিন জেনে নিবো
চোখ দিয়ে ঝরা অশ্রু জলের মূল্য কত?
অবুঝের মতো আবার চুপ করে থেকো না তখন
তাহলে ভিতরে ভিতরে পুড়ে হবে খাক।-


নাই বা পেলাম প্রেম,
সুখ তো আমি চাই না
কেনো বোঝো না আমার কোনো হৃদয় নেই!
আমি প্রেম নিতে পারবো না
আমার অঙ্গ প্রতঙ্গ পুড়ে ছাই
প্রেম রাখার মতো কোনো স্থানই নাই।-