বাসা বাঁধে এই মনে
অতীতের বেষ্টনী ঘিরে!!
শূন্য হতে-হতে বুকের ভিতর
নীরবে নির্জনে স্মৃতির দুয়ারে!!
বিষাদমাখা নীরব কান্না
মেঘেদের কালো রঙের শরীরে!!
মন ছোঁয়া কত কথা
চেতনা জাগানো গোপন সুরে!!
আবছা-আবছা স্বপ্ন নিয়ে
নীরাবতার তলদেশে চাপা পড়ে!!
এ কি বদ্ধ ঘরে একা-একা যুদ্ধের সময়
হাজারও দুঃখ বেদনা সামনে দাঁড়ায়!!
হাজারও ব্যথা নিয়ে আমার রচনা
ভুবন ভরা গানে-গানে বিরহী বেদনা!!
তবুও বলতে ইচ্ছে হয়
আমার হেরে যাওয়ার পিছনে ছিলো ভয়ংকর অভিনয়!!
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
ভালোবাসার এমন মায়ায় কত মানুষ পুড়ে মরে,
আমার সবটা জুড়ে স্মৃতি বসবাস করে
চোখের জলে আপন মনে আঁকড়ে ধরে গভীর রাতের অন্ধকারে!!